নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবক উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পুর্ব বোড়াগাড়ী মেডিকেল পাড়া গ্রামের ওহাব আলীর ছেলে সোহাগ ইসলাম (২২)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওগ্রাফার খায়রুল ইসলাম জানান,গত শনিবার (৯ আগস্ট)সকালে হাসপাতালের কার্ডিওগ্রাফার বিভাগের ৫নং কক্ষের তালা খুলে দেখা যায় ইসিজি মেশিনটি নাই
দেখি কক্ষে রাখা দুই লক্ষ টাকা দামের ইসিজি মেশিনটি জানালার গ্রিলের লোহার পাত ভাঁজ ছিলো । সম্ভবত চোরেরা ওই পথে মেশিনটি নিয়ে যায়।
এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমান জানান,হাসপাতালের ইসিজি মেশিন চুরির অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে সোহাগ ইসলাম নামের এক যুবককে আটক করা হয় ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ডোমার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন