রাজশাহী পবায় ঋণের দায়ে এবং খাওয়ার অভাবে দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে এক ব্যক্তি।
বৃহস্পতিবার দিবাগত রাতে পারিলা ইউনিয়নের বামনশেখর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিজ বাসায় শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল নিহত মিনারুল। অন্য ঘরে স্ত্রী ও সন্তানদের শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। তাদের মৃতদেহ পড়ে ছিল।
নিহতরা হলেন— স্বামী মিনারুল ইসলাম, স্ত্রী মনিরা বেগম, শিশু মিথিলা খাতুন ও মাহিম। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
এতে মিনারুল লিখেছেন, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলে-মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।
তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না।আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে।
আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’
রাজশাহী নগরীর মতিহার থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের তদন্ত প্রতিবেদন সাপেক্ষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন