রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি সম্মান জানিয়ে আগামী রোববার (২৭ জুলাই) ও সোমবার (২৮ জুলাই) প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে। শনিবার (২৬ জুলাই) কলেজ কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
প্রতিষ্ঠানটি আগামী দুই দিনের ছুটির পাশাপাশি সকল শ্রেণির কার্যক্রম ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এ সময় উদ্ধারকর্মী ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
কলেজ কর্তৃপক্ষ শিক্ষক-কর্মচারীদের দুর্ঘটনা পরবর্তী কার্যক্রমে সহযোগিতার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন। এই দুঃখজনক ঘটনায় সকলের সহমর্মিতা ও সমর্থন কামনা করা হয়েছে।
মন্তব্য করুন