নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি সিনেমার পর্দায় অভিষেক করেছেন। গত কুরবানি ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে নায়িকার ভূমিকায় তাকে দেখা গেছে। যদিও প্রথম সিনেমাতেই তুমুল আলোচিত হতে পারেননি, তবুও শাকিবের মতো তারকার সঙ্গে কাজ করার সুবাদে সিনেমাটি দর্শকদের নজর কেড়েছে।
প্রথম সিনেমার অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, “এটা ছিল আমার জন্য এক ধরনের চ্যালেঞ্জ। তবে আমি শিখেছি অনেক কিছু। সিনেমার শুটিং নাটকের চেয়ে সম্পূর্ণ আলাদা—এখানে চরিত্রে ডুবে থাকার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।”
ঈদের পর থেকে নতুন কোনো সিনেমার খবর না থাকলেও সাবিলা জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন এবং এখানে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চান। তিনি বলেন, “আমি শুধু এক-দুটি সিনেমা করে চলে যেতে চাইনি। বছরে অন্তত দুটি ভালো প্রজেক্টে কাজ করতে চাই। সিনেমাই একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।”
নাটকের তুলনায় সিনেমায় সময় ও সুযোগ বেশি পাওয়া যায় উল্লেখ করে তিনি যোগ করেন, “নাটকে দ্রুত শুটিং শেষ করতে হয়, কিন্তু সিনেমায় চরিত্রকে গভীরভাবে উপস্থাপনের সুযোগ থাকে। আমি মনে করি, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন উন্নতির দিকে। দর্শকরা নতুন গল্প ও ভালো প্রডাকশন খুঁজছে। ভবিষ্যতে আরও ভালো কিছু আসবে বলে আমি আশাবাদী।”
বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটালেও শিগগিরই দেশে ফিরে নতুন প্রজেক্টে কাজ শুরু করবেন বলেও জানান এই অভিনেত্রী।
মন্তব্য করুন