শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই প্রথম শ্রীলঙ্কার ঘরের মাঠে কোনো সিরিজ জয় করল টাইগাররা। সফল সেই সফর শেষে আসন্ন পাকিস্তান সিরিজের জন্যও অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২০ জুলাই, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই একই ভেন্যুতে।
শ্রীলঙ্কা সফরে খুব একটা ভালো না করলেও ওপেনার মোহাম্মদ নাইম শেখ এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সামনে এশিয়া কাপসহ বড় আসরগুলোর কথা মাথায় রেখে দল নির্বাচনে স্থিতিশীলতা বজায় রাখার কৌশল নিয়েছে তারা।
তবে এবারের স্কোয়াডে জায়গা হয়নি তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। একইভাবে বিবেচনায় আসেননি ওপেনার সৌম্য সরকারও।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকির আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
মন্তব্য করুন