পানি সম্পদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যাতে সরকারি পরিকল্পনা না হয় এটা জনগণের আশা- আকাঙ্ক্ষা প্রতিফলনের পরিকল্পনা হয়
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার, রাজারহাট উপজেলার খিতাবখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিস্তা নদীর বাম তীরবর্তী এলাকা রক্ষায় চলমান কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন।
স্থানীয় জনগণের স্থায়ী বাঁধের দাবির প্রেক্ষিতে তিনি আরো বলেন, “আমাদের দেড় বছরের সরকার, এ কাজ শুরু হলে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। আমরা আপাতত বিপদ কাটার জন্য এতোটুকু করছি। যেখানে প্রতিটি পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। যাতে অনিয়ম না হয়।“
এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম এর চেয়ারম্যান ডক্টর আতিক মুজাহিদ সহ তিস্তা পাড়ের অবহেলিত জনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সাড়ে তিন কিলোমিটার কাজের বিপরীতে ১১টি পয়েন্টে প্রথম পর্যায়ে ৩৬ কোটি টাকার কাজ চলমান রয়েছে।
মন্তব্য করুন