পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে রংপুরের কাউনিয়ায় দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে কাউনিয়া উপজেলার হারাগাছ সারাই মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের এক হাজার চারা তুলে দেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি এমদাদুল হক ভরসা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শফিজ আহমেদ, সহকারী শিক্ষক আহসান হাবিব হিরু এবং হারুন অর রসিদ সমাপ্তি, সাংগঠনিক সম্পাদক, হারাগাছ পৌর বিএনপি ও রওশন আলম, সভাপতি, ৬নং ওয়ার্ড বিএনপি।
পরে দুপুরে হারাগাছ পৌর এলাকার ৭নং ওয়ার্ডে অবস্থিত আলেফা উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আরেকটি বিতরণ অনুষ্ঠানে আরও এক হাজার চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হুমায়ুন কবির পল্টু এবং সহকারী প্রধান শিক্ষক মেহেদি হাসান।
চারা বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানান, তারা গাছের যত্ন নিয়ে পরিবেশ রক্ষায় অংশ নেবেন। অনুষ্ঠানে এমদাদুল হক ভরসা বলেন, “তিস্তা নদীর ভাঙনে পীরগাছা ও কাউনিয়া উপজেলায় প্রতিবছর বিপুল পরিমাণ গাছপালা বিলীন হয়ে যাচ্ছে। প্রয়োজনের তুলনায় এখানে বনায়ন খুবই সীমিত। এই ক্ষতি পুষিয়ে নিতে ও পরিবেশ রক্ষায় আমি এই মৌসুমে লক্ষাধিক চারা বিতরণের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “এই গাছ বড় হয়ে পরিবেশকে শীতলতা, ছায়া ও বিশুদ্ধ বাতাস দেবে। শিক্ষার্থীরা যদি এই উদ্যোগে যুক্ত হয়, তাহলে আগামী দিনে পীরগাছা-কাউনিয়া হয়ে উঠবে সবুজ-সুশীতল অঞ্চল। এর জন্য সব বয়সী ও শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”
মন্তব্য করুন