রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে ১০ বছর বয়সি এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে রায়হান (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। এরআগে বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে ১০ বছরের পথশিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে ।
হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানায়, ওই শিশু শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রোরেল স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর ওই তরুণকে লোকজন ধরে রেখেছে।
পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ওই শিশুর বিস্তারিত পরিচয়ে কিছুই জানা যায়নি । রমনা থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন এ তথ্য নিশ্চিত করেছেন। রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয় এবং রায়হান (১৯) নাম এক তরুণকে আটক করা হয়েছে।
শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, রাতে রায়হান নামে ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি কুড়েঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে।
মন্তব্য করুন