বাউল সংগীতের জীবন্ত কিংবদন্তি, একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী ফরিদা পারভীন বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও রোববার (৬ জুলাই) থেকে কিছুটা উন্নতি দেখা দেওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন তার স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম। তিনি জানান, “অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে কেবিনে নেওয়া হয়েছে। তবে সার্বিকভাবে শারীরিক অবস্থা এখনও তেমন ভালো নয়। সবার কাছে ফরিদা পারভীনের জন্য দোয়া কামনা করছি।”
চলতি বছরেই এটি ফরিদা পারভীনের দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হওয়া। বছরের শুরুতেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে বাসায় ফিরে চিকিৎসা নিলেও বারবার অসুস্থ হয়ে পড়ছেন। গত কয়েক মাসে তিনবার তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এই খবরে সংগীতপ্রেমী ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে শুভকামনা জানাচ্ছেন।
উল্লেখ্য, ফরিদা পারভীন বাংলাদেশের লোকসংগীত, বিশেষ করে লালনগীতির অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে সুপরিচিত। তার গাওয়া ‘ভ্রমর কইও গিয়া’, ‘নারী আমার জানে দুঃখের ভাষা’, ‘তোমার বাঁশিতে’ প্রভৃতি গান মানুষের হৃদয়ে অমর হয়ে আছে।
১৯৮৭ সালে সংগীত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক লাভ করেন। ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকার সম্মাননা পান।
মন্তব্য করুন