দিনাজপুরের ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের দশমাইল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার(৫ জুলাই) সকাল ৯টার দিকে দশমাইল পেট্রোল পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হালিমা খাতুন (৬০) দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্বামী আফছার আলীর সঙ্গে মোটরসাইকেলে করে ক্যান্সার আক্রান্ত এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি ফেরার সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া ট্রাক হালিমা খাতুনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তার স্বামী আফছার আলী।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন