RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

ইরানে ইসরায়েলের সংঘাত, জ্বালানির দাম বাড়ল ৯ শতাংশের বেশি

ছবিঃ সংগৃহীত

ইরানের বিভিন্ন স্থাপনায় আজ শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। এতে জ্বালানির তেলের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। এমন আশঙ্কায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে ৯ শতাংশেরও বেশি, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। খবর বিবিসি, রয়টার্সের

অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুড ফিউচারস ৯ দশমিক শূন্য ৭ শতাংশ বা ৬ দশমিক ২৯ মার্কিন ডলার বেড়ে প্রতি ব্যারেলের দাম ৭৫ দশমিক ৬৫ ডলারে উঠেছে। একপর্যায়ে দাম ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়, যা গত ২৭ জানুয়ারির পর সর্বোচ্চ। এছাড়া মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ দশমিক ৪৩ ডলার বা ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৪৭ ডলারে উঠেছে। একপর্যায়ে দাম ৭৭ দশমিক ৬২ ডলারে উঠেছিল, যা ২১ জানুয়ারির পর সর্বোচ্চ।

অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সুপারমার্কেটে খাবারের দাম, গাড়িতে তেল ভরার খরচ, পরিবহন ব্যয়সহ সবকিছুর দাম বাড়বে।

হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই সরবরাহ হয়। মূলত মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদক দেশগুলো এই পথ দিয়েই তাদের জ্বালানি বিশ্ববাজারে পাঠায়। উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ঘেরা হরমুজ প্রণালি উপসাগরীয় অঞ্চলকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে।

বেসরকারি প্রতিষ্ঠান এমএসটি মারকুইয়ের জ্যেষ্ঠ জ্বালানি বিশ্লেষক সল কাভোনিক বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান যদি আঞ্চলিক জ্বালানি তেল পরিকাঠামোতে পাল্টা হামলা চালায়, তাহলে তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলবে।

তিনি আরও জানান, চরম পরিস্থিতিতে ইরান অবকাঠামোতে হামলা বা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল সরবরাহ ব্যাহত করতে পারে।

ইরানের পারমাণবিক স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই হামলা ইসরায়েলের ‘বর্বর স্বভাবের প্রমাণ’। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে, যার ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে।’ ইসরায়েলকে এ হামলার জন্য কঠোর শাস্তি পেতে হবে।

এদিকে ইরানে ইসরায়েলের হামলা একতরফা পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, এতে ওয়াশিংটনের কোনো অংশগ্রহণ নেই। তবে তেহরানকে সতর্ক করে তিনি বলেন, তারা (তেহরান) যেন মার্কিন স্বার্থ বা ব্যক্তিদের লক্ষ্য না করে।

বেসরকারি প্রতিষ্ঠান ফিলিপ নভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। এতে শুধু তেলের সরবরাহ বিঘ্ন ঘটাবে না, আশপাশের অন্যান্য তেল উৎপাদকদের দেশগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে।

আজ শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছু সময় পর, তেহরানে তখন ভোর ৫টা ৩০ মিনিট এবং ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল আবিবে ভোর ৫টা, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বিদ্যালয়ের কক্ষ থেকে দপ্তরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমরা নতুন দেশ উপহার দিবো বাংলাদেশের জনগণকে: নাহিদ ইসলাম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে ব্যবসায়ীর মৃত্যু

ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরাইল

মধ্যরাতে নারী ফুটবলারদের সংবর্ধনা দিলো বাফুফে

হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা ফাতেহি

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু আজ

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি- রাজশাহীতে নাহিদ ইসলাম

‎দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ১৫

১০

তেঁতুলিয়ায় খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

১১

ঠাকুরগাঁওয়ে স্কাউটস এর তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

১২

ঠাকুরগাঁও থেকে অপহৃত কলেজছাত্র উদ্ধার দিনাজপুরে, দুজন আটক

১৩

গাইবান্ধায় তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছেন মরুভূমির প্রাণী দুম্বার খামার

১৪

পাটগ্রাম থানায় হামলা: আরও ৫ জন গ্রেফতার, মোট আটক ১৪

১৫

পিআর পদ্ধতি না থাকার কারণে মমতাজের মতো মহিলারা নির্বাচিত হয় : জামায়াত নেতা দেলাওয়ার

১৬

সন্তানের গলায় ছুরি ধরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; গ্রেফতার ৪

১৭

লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় বিএনপির দুই নেতা বহিষ্কার

১৮

রাজশাহীতে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ

১৯

হাসপাতালে ভর্তি প্রতিপক্ষ রোগীকে হত্যা চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

২০