রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের কাছ থেকে চোরাই ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া তিনজন হলেন:
ডিবি জানায়, ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
চুরির ঘটনাটি ঘটে ২০২৫ সালের ৩ জানুয়ারি, শুক্রবার জুমার নামাজের সময়। ধানমন্ডির জিগাতলা এলাকায় বিজিবির সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে দুর্বৃত্তরা এ চুরি সংঘটিত করে।
দোকানটি শপিং কমপ্লেক্সের নতুন ভবনের নিচতলায় অবস্থিত।
ঘটনার পরদিন দোকানের মালিক কাজী আকাশ ধানমন্ডি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।
ডিবি পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং একের পর এক অভিযানে চোরদের শনাক্ত ও গ্রেফতার করে।
এই চুরির ঘটনাটি জুমার নামাজের সময় ঘটায়, এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। তবে ডিবি পুলিশের তৎপরতায় চোরদের দ্রুত গ্রেফতার এবং আংশিক স্বর্ণালংকার উদ্ধারের ঘটনা প্রশংসনীয়। বাকি চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন