নির্মাতা রায়হান রাফী বরাবরই পর্দায় তার স্বতন্ত্র বৈশিষ্ট প্রকাশ করতে সচেষ্ট থাকেন। আসন্ন ঈদের ছবি তাণ্ডবেও সেটা করতে চেয়েছিলেন। কিন্তু সেটা নিয়ে যে বিপাকে পড়তে হবে কে জানতো।
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশ উচ্চ পর্যায়ে।
ছবিটির শুটিং এখনো সম্পন্ন হয়নি। কিছু কাজ বাকি রয়েছে। কিন্তু শুটিং শেষ করতে চাইছিলেন না শাকিব খান। কেননা শাকিবকে না জানিয়েই এই ছবিতে ক্যামিও হিসেবে আফরান নিশোকে শুটিং করানো হয়েছে।
ফলে শাকিব খান কোনো ভাবেই তাঁর ছবিতে আফরান নিশোকে রাখতে চান না।
শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে বলছে, শাকিব খানকে না জানিয়েই তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়ার জন্য আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া শাকিব ক্ষুব্ধ। তাই তিনি সিনেমার শুটিং বাকি রাখেন।
যতক্ষণ পর্যন্ত নির্মাতা আফরান নিশোর ক্যামিও অংশ বাতিলের প্রকাশ্য ঘোষণা দেবেন না রাফী, ততক্ষণ পর্যন্ত শুটিংয়ে অংশ নেবেন না ঢাকাই সিনেমার নবাব-গতকাল পর্যন্ত এই সিদ্ধান্তে দৃঢ় ছিলেন শাকিব।
সূত্রটি আরো জানায়, শাকিবের ঘোষণা অনুযায়ী, গতকাল শুটিংসেটে যাননি। কিন্তু শেষ পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতার মন গলেছে। রাফী শাকিবকে বোঝাতে সমর্থ হয়েছেন যে- নিশো’র যে অংশ টুকু রয়েছে; সেটার তাঁর পরের সিনেমার একটি চরিত্র, যে চরিত্র দূর দিয়ে হেঁটে যাবে। একদিন বিরতি রেখে আজ তাণ্ডবের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান।
শাকিব খানকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন আফরান নিশো। সে সময় নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ ‘মুক্তি পেয়েছিল। সিনেমার প্রচারণার সময় তার করা একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক হয়। তবে এ বিষয়ে চুপচাপ ছিলেন শাকিব খান। তার ভক্তরা বিষয়টা নিয়ে কথা বলেছেন।
মন্তব্য করুন