আজ বুধবার (২৮ মে) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত সভা হবে। এতে চাঁদ দেখা গেলে ঈদুল আজহার তারিখ চূড়ান্ত করা হবে।
এদিকে, সৌদি আরবে ইতিমধ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেখানে ৬ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা পালিত হবে। সৌদির সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় ২৮ মে থেকে সেখানে জিলহজ মাস গণনা শুরু হয়েছে।
মন্তব্য করুন