ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও অর্থায়নে একটি উন্নত প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণের প্রস্তাবনা অনুমোদন করেছে। ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ (এএমসিএ) প্রকল্পের অধীনে এই বিমানটি তৈরি করা হবে, যা হবে দেশের প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান।
সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও আকাশসীমা সুরক্ষায় এই যুদ্ধবিমান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এই প্রকল্পকে ‘মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়েছে, এটি ভারতের আত্মনির্ভরশীল প্রতিরক্ষা নীতির দিকে একটি বড় পদক্ষেপ।
প্রস্তাবিত এই যুদ্ধবিমানটি আধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন হবে, যা এটিকে শত্রুর রাডার থেকে প্রায় অদৃশ্য করে তুলবে। পঞ্চম প্রজন্মের বিমানগুলোর মতো এটি অত্যন্ত উচ্চগতিসম্পন্ন হবে—ঘণ্টায় সর্বোচ্চ ২,০০০ কিলোমিটারের বেশি গতি অর্জন করতে সক্ষম। তুলনামূলকভাবে, মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমানও একই প্রজন্মের এবং ঘণ্টায় ২,৪১৪ কিলোমিটার গতিতে উড়তে পারে।
এই প্রকল্পের জন্য ভারত সরকার ১৫ হাজার কোটি রুপি বরাদ্দ করেছে। এর আগে, ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমানকে ২০১৬ সালে এএমসিএ প্রকল্পের আওতায় উৎপাদন করেছিল। নতুন এই যুদ্ধবিমানটি ভারতের প্রতিরক্ষা শিল্পে আরও একটি যুগান্তকারী সংযোজন হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন