হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব সোমবার এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমানের দায়ের করা আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। গোপন সূত্রে জানা গেছে, তিনি ও তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পলায়নের পরিকল্পনা করছেন। এতে তদন্ত কাজ বিঘ্নিত হতে পারে বলে উল্লেখ করে তাদের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৮ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন