আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আদালত অবমাননার অভিযোগের জবাব দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ এস এম রুহুল ইমরানের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি আজ ২৬ মে যুগান্তর ও নিউ এজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারা ও ট্রাইব্যুনালের কার্যপ্রণালী বিধিমালা-২০১০-এর ৪৫ বিধি অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিফ প্রসিকিউটর আদালত অবমাননার অভিযোগ এনেছেন এবং অভিযুক্তদের জবাব দাখিলের জন্য আগেই নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তারা ট্রাইব্যুনালে হাজির হননি বা কোনো জবাব দাখিল করেননি। এ কারণে তাদেরকে আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে। ৩ জুন তারা যদি উপস্থিত না হন বা জবাব না দেন, তাহলে তাদের অনুপস্থিতিতেই অভিযোগের শুনানি চলবে।
এ বিষয়ে গত ১৫ মে জবাব দাখিলের আদেশ দেওয়া হলেও তা না করায় ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেদিনও তারা উপস্থিত না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি”—শেখ হাসিনার নামে প্রচারিত এমন একটি বক্তব্যের অডিও ক্লিপকে কেন্দ্র করে এ আদালত অবমাননার অভিযোগ উঠেছে। পুলিশের সিআইডি ফরেনসিক পরীক্ষায় এ অডিওটিকে সত্য বলে নিশ্চিত হওয়ার পর ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।
বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ এ সংক্রান্ত শুনানির পর ৩ জুন পরবর্তী আদেশের দিন ঘোষণা করেছেন। প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মন্তব্য করুন