RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। তবে শুক্রবার (৯ মে) সকালে তাদের কাছে এক ‘ভীতিকর গোয়েন্দা তথ্য’ পৌঁছায়। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায়, ওই সকালে মার্কিন প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য আসে। এর ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ স্যুজি ওয়াইলস দ্রুত আলোচনা শুরু করেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংক্ষিপ্তভাবে অবহিত করে ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। দুপুরে (ইস্টার্ন টাইম) মোদির সঙ্গে ওই আলোচনায় ভ্যান্স জানান, পরিস্থিতি দ্রুতই ‘নাটকীয় মাত্রায়’ পৌঁছাতে পারে এবং উত্তেজনা নিরসনে ভারত-পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ জরুরি।

মার্কিন সূত্র মতে, ওই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর যোগাযোগ ছিল না। তাই দুই দেশের মধ্যে ‘ডায়ালগ চ্যানেল’ চালু করাই ছিল মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য। ভ্যান্স মোদিকে এমন কিছু বিকল্প প্রস্তাবও দেন, যা পাকিস্তান গ্রহণ করতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা।

ওই রাতেই মার্কো রুবিওর নেতৃত্বে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলেন। উল্লেখ্য, মাত্র এক মাস আগেই ভ্যান্স ভারত সফর করে মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ওই সফরের সম্পর্কই মোদির সঙ্গে আলোচনায় সহায়ক ভূমিকা পালন করে।

শনিবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ ঘোষণা দেন। এরপর রুবিও টুইটে জানান, ভারত-পাকিস্তান একটি চুক্তিতে পৌঁছেছে এবং নিরপেক্ষ স্থানে বিস্তৃত আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় ভ্যান্স ও রুবিওর নেতৃত্বে যেভাবে সমন্বয় করা হয়েছে, সেটিই এই যুদ্ধবিরতির বাস্তবায়নে মূল চালিকাশক্তি ছিল। এটি এক অসাধারণ কূটনৈতিক সহযোগিতা’।

যেখানে পাকিস্তান প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে, ভারত তার বিবৃতিতে মার্কিন ভূমিকার কোনো উল্লেখ করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব ও সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানাই।’

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘যুদ্ধবিরতির সিদ্ধান্ত দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমেই এসেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি- রাজশাহীতে নাহিদ ইসলাম

‎দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ১৫

তেঁতুলিয়ায় খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে স্কাউটস এর তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

ঠাকুরগাঁও থেকে অপহৃত কলেজছাত্র উদ্ধার দিনাজপুরে, দুজন আটক

গাইবান্ধায় তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছেন মরুভূমির প্রাণী দুম্বার খামার

পাটগ্রাম থানায় হামলা: আরও ৫ জন গ্রেফতার, মোট আটক ১৪

পিআর পদ্ধতি না থাকার কারণে মমতাজের মতো মহিলারা নির্বাচিত হয় : জামায়াত নেতা দেলাওয়ার

সন্তানের গলায় ছুরি ধরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; গ্রেফতার ৪

লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় বিএনপির দুই নেতা বহিষ্কার

১০

রাজশাহীতে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ

১১

হাসপাতালে ভর্তি প্রতিপক্ষ রোগীকে হত্যা চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

১২

পঞ্চগড়ে দুই সীমান্তে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

১৩

বাংলাদেশের পর এবার ইংল্যান্ড, শূন্য হলেই মন্দ নয়

১৪

জীবনের ঘুরে দাঁড়ানোয় বড় অনুপ্রেরণা শাকিব খান: তৌসিফ

১৫

অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে ট্রাক চাপায় নারীর মৃত্যু

১৬

গাইবান্ধায় সেনা অভিযানে অস্ত্র ও মাদক চার শীর্ষ সন্ত্রাসী আটক

১৭

“রাজনীতির আকাশে কালো মেঘ, কিন্তু মুক্তির সূর্য উঠবেই”: ডা. শফিকুর রহমান

১৮

ধর্ষণ মামলায় অভিযুক্ত সাবেক আর্সেনাল তারকা থমাস পার্টে

১৯

জায়েদ খানকে মা হওয়ার ইচ্ছার কথা জানালেন তানজিন তিশা

২০