ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস বা সমঝোতার পথ খোলা রাখবে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান ও কথাবার্তার অসঙ্গতি নিয়েও কড়া সমালোচনা করেন।
রোববার (১১ মে) তেহরান থেকে ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আরাগচি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও আলোচনা বা আপসের প্রশ্নই ওঠে না। আমরা আমাদের নীতিগত অবস্থান থেকে একচুলও সরে আসব না।” তিনি আরও জানান, তার সাম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর ওমান সফরে যাচ্ছেন।
রোববার সকালে তেহরানে সাংবাদিকদের সাথে আলাপকালে আরাগচি বলেন, “আজ সকালেও তেহরানে অতিরিক্ত কিছু আলোচনা হয়েছে। আমরা আশাবাদী, এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছাতে পারব।”
তবে মার্কিন পক্ষের দ্বৈত বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দুঃখজনকভাবে আমরা প্রতিপক্ষের পক্ষ থেকে অনেক পরস্পরবিরোধী বক্তব্য শুনছি। তাদের সাক্ষাৎকার, অবস্থান ও কথাবার্তায় মিল নেই। আলোচনার টেবিলে একরকম কথা বলছে, বাইরে এসে আরেকরকম — এটাই মূল সমস্যাগুলোর একটি।”
পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে আরাগচি আরও বলেন, “ইরানের পরমাণু কর্মসূচি শক্তিশালী আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। এটি ইরানি জনগণের অধিকার — এবং এই অধিকার নিয়ে কোনও আলোচনা কিংবা আপস হবে না।”
মন্তব্য করুন