ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান তাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি জানান, তারা প্রতিক্রিয়া জানিয়ে তাদের অধিকার সংরক্ষণ করতে চায়। তিনি এই ব্যাপারে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান ভারতীয় হামলার পরিপ্রেক্ষিতে তাদের প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করতে প্রস্তুত।
এদিকে, পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ৬টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সামা টিভি সূত্রে জানা যায়, পাকিস্তান এখন পর্যন্ত ভারতের ৭৭টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে ইসরাইল-নির্মিত ২৫টি ড্রোন।
পাকিস্তানের সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি মন্তব্য করেছেন, “ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এতটা বেপরোয়া হতে পারে, এটা ভেবে পাকিস্তান হতবাক হয়েছে।” তিনি আরো জানান, পাকিস্তানের জবাব হবে “সামঞ্জস্যপূর্ণ ও সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে”।
গত ২২ এপ্রিল, ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তান আন্তর্জাতিক তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল, তবে পাকিস্তানের বিরুদ্ধে “ভুয়া অভিযোগ” তোলার অভিযোগও করেন রাশিদ ওয়ালি।
এই ঘোষণার মাধ্যমে পাকিস্তান তাদের প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করছে, যেখানে কূটনৈতিক চাপ এবং সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক সম্ভাবনার ইঙ্গিতও স্পষ্ট।
পাকিস্তান দাবি করেছে, গত মঙ্গলবার রাতে ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের পাইলটরা, যদিও ভারত এ দাবি স্বীকার বা অস্বীকার করতে কোনো মন্তব্য করেনি। তবে বিবিসি ও নিউ ইয়র্ক টাইমস নিশ্চিত করেছে, রাফালসহ ভারতের কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
সূত্র: আল-জাজিরা, সামা টিভি
মন্তব্য করুন