গাজা উপত্যকায় নতুন করে তীব্র সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘নাগরিকদের সুরক্ষার জন্য’ ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোমবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হিব্রু ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, “হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করতে গাজায় সামরিক অভিযানের পরবর্তী ধাপ শুরু হচ্ছে। সুরক্ষার জন্য ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া হবে।”
তেল আবিবের নিরাপত্তা মন্ত্রিসভা সম্প্রতি গাজায় মানবিক সহায়তা এবং অভিযানের সম্প্রসারণ সংক্রান্ত একটি পরিকল্পনার অনুমোদন দেয়। এতে গাজার ২৩ লাখ অধিবাসীর জন্য খাদ্য ও অন্যান্য সহায়তা পৌঁছানোর দায়িত্ব ইসরাইলি সেনাবাহিনীকে দেওয়া হয়।
অপরদিকে, ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নতুন পরিকল্পনার অংশ হিসেবে গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চল সামরিক দখলের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, “এই অভিযান পুরো ছিটমহল দখল পর্যন্ত বিস্তৃত হতে পারে।”
এএফপি-কে দেওয়া এক সূত্রের ভাষ্য অনুযায়ী, “এই পরিকল্পনায় গাজার জনগণকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়া এবং পুরো অঞ্চল সামরিকভাবে নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।”
বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এ ঘোষণার পেছনে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর আগের পরিকল্পনার ছায়া রয়েছে। আন্তর্জাতিক মহলে এ ধরণের উদ্যোগ নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষত মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কায়।
মন্তব্য করুন