ইসরাইলের বিরুদ্ধে ‘ব্যাপক বিমান অবরোধ’ আরোপের অংশ হিসেবে দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (৪ মে) গোষ্ঠীটি এ হামলার দায় স্বীকার করে। খবর জেরুজালেম পোস্টের।
সেদিন হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হানে। এতে একটি রাস্তা ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্যারামেডিকদের বরাতে জানা গেছে, হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।
প্রতিরক্ষা ব্যর্থতার কথা উল্লেখ করে ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, মার্কিন থাড সিস্টেম ও ইসরাইলি অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয়।
হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, “গাজায় ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এই আঘাত হানা হয়েছে।” তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শত্রু বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিল করে তাদের বিমান ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন।”
অপরদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “এই হামলার উৎস ইরান। হুথিদের মাধ্যমে পরিচালিত এই সন্ত্রাসী হামলার জবাব আমরা নির্দিষ্ট সময় ও স্থানে দেব।”
মন্তব্য করুন