আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলে ভয়াবহ দাবানলে পুড়ছে বিভিন্ন অঞ্চল। এমন পরিস্থিতিতে অগ্নিসংযোগের সন্দেহে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবরটি নিশ্চিত করেছে টাইমস অব ইসরাইল।
তবে ইসরাইলি সংবাদমাধ্যম এন-টুয়েলভ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই দাবিতে পুলিশ অবাক হয়েছে। কারণ, তারা মাত্র তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, জেরুজালেমের পাহাড়ি এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
বুধবার গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের একজন আগুন লাগানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ জেরুজালেমে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তিনি এই কাজ করেন।
এন-টুয়েলভ আরও জানায়, কর্তৃপক্ষ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অগ্নিনির্বাপক দলগুলো আগুনের উৎসস্থল শনাক্তে কাজ করছে। তবে কিছু দুর্গম এলাকায় পৌঁছানো এখনো কঠিন হয়ে পড়েছে।
জেরুজালেমে আন্তর্জাতিক বাইবেল কুইজের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহু অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দলের প্রশংসা করেন।
তিনি বলেন, “আমি অগ্নিনির্বাপক বাহিনী এবং ভূমি রক্ষায় সহায়তাকারী সবার প্রতি আমার সমর্থন জানাতে চাই। আমরা অগ্নিসংযোগের সন্দেহে ১৮ জনকে আটক করেছি, যাদের একজনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে।”
মন্তব্য করুন