ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যকে ‘উস্কানিমূলক’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি অর্জনে এ ধরনের মন্তব্য অন্তরায় সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সম্প্রতি ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দেন, ইউক্রেন কখনোই রাশিয়ার দখলকৃত ক্রিমিয়াকে স্বীকৃতি দেবে না। তিনি বলেন, “এ নিয়ে আলোচনার কিছু নেই। এটি আমাদের সংবিধানের পরিপন্থি।”
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেন, “কেউ জেলেনস্কিকে ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে বলছে না। কিন্তু যদি সে সত্যিই এটি ফেরত পেতে চায়, তাহলে যখন ১১ বছর আগে এক গুলিও না ছুঁড়ে রাশিয়া এটি নিয়ে নেয়, তখন কেন ইউক্রেন লড়াই করেনি?”
ট্রাম্প আরও বলেন, “জেলেনস্কির এ ধরনের উস্কানিমূলক মন্তব্য যুদ্ধ অবসানের সম্ভাবনাকে কঠিন করে তুলছে। আমি একটি শান্তিচুক্তির খুব কাছাকাছি অবস্থান করছি, যেখানে এই রক্তপাত বন্ধ হতে পারে। অথচ সে অহেতুক উত্তেজনা তৈরি করছে। তার গর্ব করার কিছু নেই।”
তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে পরোক্ষভাবে তিরস্কার করে বলেন, বর্তমান অবস্থায় তার দায়িত্ব হওয়া উচিত হত্যাকাণ্ড বন্ধ করে দ্রুত শান্তির পথে এগিয়ে যাওয়া।
মন্তব্য করুন