আপিল বিভাগ কর্তৃক ড. মুহাম্মদ ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিলের পর দুদকের আইনজীবী অ্যাডভোকেট আসিফ হাসান স্বীকার করেছেন, “বিশ্ববরেণ্য নোবেলজয়ী ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত সঠিক ছিল না।”
বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে মামলাটি বাতিল করেন। ২০২৩ সালের ৩০ মে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করেছিলেন।
ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আদালতকে বোঝাতে সক্ষম হন যে, অভিযুক্ত অর্থ প্রকৃতপক্ষে শ্রমিকদের অ্যাকাউন্টে সঠিকভাবে বিতরণ করা হয়েছে। তিনি মামলাটিকে “ইউনূসকে হয়রানি ও অপমান করার উদ্দেশ্যে প্রণীত” বলে অভিহিত করেন।
দুদক ১১ আগস্ট মামলা প্রত্যাহারের আবেদন করলেও আদালত তা গ্রহণ করেননি। আইনজীবী মামুনের মতে, “প্রধান উপদেষ্টা নিযুক্ত হওয়ার পরপরই মামলা প্রত্যাহারের চেষ্টা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।”
মন্তব্য করুন