এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার সময় প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের অভিভাবকদের কেন্দ্রের বাইরে অপেক্ষাকালে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এই প্রেক্ষাপটে ছাত্রদলের নেতাকর্মীদের পরীক্ষাকেন্দ্রের আশেপাশে সহায়তা কার্যক্রম চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
১. পরীক্ষাকেন্দ্র থেকে নিয়ম অনুযায়ী যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি, স্যালাইন এবং ছায়ায় বিশ্রামের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে।
২. গরমের কারণে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।
৩. পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল, পেনসিলসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ব্যবস্থা করতে হবে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের অভিভাবকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে পরীক্ষাকেন্দ্র এলাকায় কোনোভাবেই জটলা না করা এবং কেন্দ্র থেকে দূরত্ব বজায় রেখে হেল্পডেস্ক স্থাপনের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
মন্তব্য করুন