ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সাংবাদিকদের তাঁবুতে হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। হামলার পর পরই তাৎক্ষণিকভাবে একজন নিহত হয়েছেন।
আলজাজিরা সংবাদকর্মীরা জানিয়েছেন, ইসরাইলের প্রাণঘাতী এই হামলায় নিহত ব্যক্তি একজন সাংবাদিক। ফিলিস্তিনের কুদস নিউজ নেটওয়ার্ক নিহত ওই সাংবাদিককে হিলমি আল-ফাকাওয়ি হিসেবে শনাক্ত করেছে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে,ইসরাইলি এই হামলায় আহমেদ মনসুর নামে আরেক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং তার শরীর পুড়ে গেছে। এছাড়া হামলার পর আগুনে পুড়ে যাওয়া একটি তাঁবুর ভেতরে মনসুরের ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যম।
এছাড়া হামলায় আলজাজিরার আলোকচিত্রী মাহমুদ আওয়াদও আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে বলে জানিয়েছে আলজাজিরা।
মন্তব্য করুন