বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই নৈশভোজে দুজনকে এক টেবিলে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।
এই নৈশভোজের মাধ্যমে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা একত্রিত হন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রর সঙ্গে একটি স্মৃতিচারণমূলক ছবি তোলেন।
নৈশভোজে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং অন্যান্য দক্ষিণ এশীয় নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবিও ছড়িয়ে পড়েছে, যেগুলো পেছন থেকে তোলা হয়েছে এবং এসব ছবি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এই দুদিনের সফরে ব্যাংককে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বিমসটেক সম্মেলনে যোগ দিতে গেছেন, যেখানে শুক্রবার বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে এই দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।
এছাড়া, সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু নিশ্চিত করা হয়নি।