রাশিয়া গত রোববার রাতে ইউক্রেনে ৯৯টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা ৫৭টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে বাকি ৩৬টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এবং ৬টি ড্রোনের বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।
গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। একদিন আগেই, রাশিয়া ১৪৭টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালায়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ওই হামলার ৯৭টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছিল, কিন্তু ২৫টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।
এদিকে, গত শনিবার রাতে কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত এবং ১০ জন আহত হন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, ধ্বংসাবশেষের মধ্যে এক শিশু ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। একই হামলায় ডনিপ্রোভস্কি জেলায় এক নারী নিহত হন।
ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, কিয়েভের একটি বহুতল ভবনের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড ঘটে এবং সেখানে অনেক ক্ষতি হয়, যার ফলে কিছু আসবাবপত্র পোড়ে এবং ছড়িয়ে পড়ে। কিয়েভের আশপাশের এলাকায়ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত সপ্তাহে রুশ বাহিনী ১,৫৮০টিরও বেশি নিয়ন্ত্রিত বোমা, প্রায় ১,১০০টি আক্রমণাত্মক ড্রোন এবং ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি বলেন, “আমাদের নতুন সমাধান দরকার। মস্কোর ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা এসব হামলা এবং যুদ্ধ বন্ধ করে।”
সূত্র: রয়টার্স ও বিবিসি
মন্তব্য করুন