মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২৬ মার্চ বঙ্গভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে। এ দিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এজন্য কিছু গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকবে।
যান চলাচল বন্ধ থাকবে এমন সড়কগুলো:
সার্জেন্ট আহাদ পুলিশ বক্স (গুলিস্তান) হতে ইত্তেফাক মোড় (টয়েনবি সার্কুলার রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত (ডিআইটি রোড) সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।
পার্ক রোডের উত্তর প্রান্ত হতে ইত্তেফাক মোড় (টয়েনবি সার্কুলার রোড) অভিমুখী কোনো যানবাহন চলাচল করবে না।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেস ক্লাব হয়ে চলাচল করবে বা অন্য কোনো বিকল্প রাস্তায় চলাচল করবে।
দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।
এ ট্রাফিক ব্যবস্থা শুধুমাত্র বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের জন্য প্রযোজ্য নয়। সাধারণ যানবাহন চলাচল সীমিত থাকবে এবং গাড়িচালকদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
ডিএমপি এ ধরনের সাময়িক ট্রাফিক বিঘ্নের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।
মন্তব্য করুন