RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

৫০ বছরের ‘লজ্জা’ থেকে মুক্ত হলেন ড. ইউনূস

দ্বীপ উপজেলা সন্দ্বীপে এতদিন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকাকে ‘লজ্জার’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “সন্দ্বীপের মানুষ কেন এতদিন কাদা মাড়িয়ে ডিঙি নৌকা ও বোটে করে সমুদ্র পারাপার করবে? এটি দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ, অথচ ৫০ বছরেও নিরাপদ যোগাযোগ গড়ে ওঠেনি—এটি লজ্জার বিষয়। তবে আজ সেই লজ্জা থেকে মুক্ত হলাম, কলঙ্ক থেকে আজ মুক্তি পেল সন্দ্বীপ।”

সোমবার দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সংযোগ স্থাপনের জন্য নতুন ফেরি পরিষেবার উদ্বোধন করা হয়।

এর আগে সকাল ৯টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে প্রথম ফেরি যাত্রা শুরু করে এবং এক ঘণ্টার মধ্যে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছায়। ফেরিটি পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাসে সেটিকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “শুধু সন্দ্বীপ নয়, আজকের দিনটি পুরো চট্টগ্রামের জন্য আনন্দের। স্বাধীনতার মাসে আপনাদের এই সুখবর দিতে পেরে আমি আনন্দিত। সন্দ্বীপের অগ্রযাত্রা শুরু হলো, এটি আরও সুন্দর হবে। দেশের প্রতিটি অঞ্চলের সুষম উন্নয়নের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব—এটাই আমাদের প্রত্যাশা।”

সমাবেশে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন দুটি ফেরিঘাটের নাম সন্দ্বীপের শহীদ মাহমুদুর রহমান সৈকত ও সাইমুন হোসেন মাহিনের নামে নামকরণের প্রস্তাব করেন। তিনি বলেন, “বাংলাদেশের কোনো উন্নয়নই ফলপ্রসূ হবে না যদি প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত না হয়। ফেরি চলাচলের জন্য আগে নৌঘাট দখলমুক্ত করতে হয়েছে। উপকূলীয় এলাকা হওয়ায় এখানে ফেরি চালু করা বেশ কঠিন ছিল।”

সন্দ্বীপের সন্তান ও সড়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “এই ফেরি চালুর মূল কৃতিত্ব প্রধান উপদেষ্টার। গত আগস্টে আমি তাকে জানাই, মহিলারা কাদা মাটি পেরিয়ে পারাপার হচ্ছেন। তখনই তিনি বলেছিলেন, ‘এটি হতে পারে না, সমাধান করতেই হবে।’ তবে এটি একটি দুরূহ প্রকল্প, কারণ বাংলাদেশে সামুদ্রিক ফেরি চলাচলের তেমন অভিজ্ঞতা নেই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।

এছাড়া প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে কুকুরের কামড়ে আক্রান্ত ৩৭ লাখ মানুষ

মৃত্যুর পর জান্নাতের পাখি যারা

পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশা চমক, বিস্মিত স্থানীয়রা

শক্তিশালী পাসপোর্টের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান

৬ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ, নিখোঁজদের পরিবারকে স্যাম্পল দেয়ার অনুরোধ

ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসছে অগ্নিদগ্ধদের চিকিৎসায়

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

রাষ্ট্রীয় শোক শেষে আবারও পথে এনসিপি, চাঁদপুর থেকে পুনরায় শুরু পদযাত্রা

আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর, বাড়লো প্রতি ভরিতে সর্বোচ্চ ১,০৫০ টাকা

১০

ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের চিকিৎসক দল, মাইলস্টোন ট্র্যাজেডিতে সহায়তা করবেন

১১

শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে সচিবালয় এলাকায় ৫০ জন আহত

১২

শিক্ষার্থীদের বাধার মুখে আবার ফিরে গেলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

১৩

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের কবরস্থানের জায়গা ঠিক করে দিলেন প্রধান উপদেষ্টা

১৪

“দুর্নীতির জাল ছিন্ন করে টুকরো টুকরো করা হবে” – জামায়াত আমির

১৫

“সৎ শাসক ও কোরআনের শাসন চাই” – জামায়াত আমির

১৬

শোকের দিনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১৭

আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

১৮

আসলেই কি মেসির মায়ামিতে যাচ্ছেন ডি পল, নাকি কেবলই গুঞ্জন

১৯

প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান, সিদ্ধান্ত জানাল কমিশন

২০