বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে বাংলাদেশ ভারতের কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে। তবে, চার দিন পার হলেও দিল্লি থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।
রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, “না, কোনো উত্তর আসেনি। আমরা তো মাত্র জানালাম”।
আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করার প্রস্তাব দিয়েছেন ড. ইউনূস। যদিও, ভারতীয় গণমাধ্যম বৈঠক হওয়ার বিষয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে, তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদীয় প্যানেলের একটি বৈঠকে জানিয়েছিলেন, “ইউনূসের সঙ্গে মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে”।
মন্তব্য করুন