পবিত্র রমজান মাসে ফলের দাম সহনীয় রাখতে টাটকা ফল আমদানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সম্পূরক শুল্ক: ৩০% থেকে কমিয়ে ২৫% করা হয়েছে।
অগ্রিম কর (এটি): ৫% কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
অগ্রিম আয়কর (এআইটি): ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
ফলে মোট শুল্ক কমানো হয়েছে ১৫%।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআরের মতে, ভোজ্যতেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর, কীটনাশকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আমদানি শুল্ক, নিয়ন্ত্রণ শুল্ক, ভ্যাট, অগ্রিম আয়কর, ও অগ্রিম করের উল্লেখযোগ্য অংশ কমানো হয়েছে।
কর ছাড় ও সময়োপযোগী পদক্ষেপের ফলে রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেছে এনবিআর।
সরকারের এই উদ্যোগ রমজানে বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বাস্তবে এই শুল্ক হ্রাস ভোক্তা পর্যায়ে কতটা প্রভাব ফেলবে, তা বাজারের সরবরাহ ও ব্যবসায়ীদের কার্যক্রমের ওপর নির্ভর করবে।
মন্তব্য করুন