রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটোর সদস্য দেশগুলো থেকে ইউক্রেনে ‘শান্তিরক্ষী’ মোতায়েন করা হলে তা সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধের শামিল হবে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন—
⚠️ ‘ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার চরম ভুল করছেন।’
⚠️ ‘বারবার বলা হয়েছে, শান্তিরক্ষীরা অবশ্যই ন্যাটো-বহির্ভূত রাষ্ট্র থেকে আসতে হবে। কিন্তু তারা তা মানছে না।’
⚠️ ‘বাস্তবে, এসব দেশ ইউক্রেনের নব্য-নাৎসিবাদীদের সামরিক সহায়তা দিতে চায়।’
তিনি সুস্পষ্টভাবে সতর্ক করে বলেন—
🚨 ‘ইউক্রেনে ন্যাটোর সেনা প্রবেশের অর্থই হবে রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি যুদ্ধ।’
🚨 ‘এ বিষয়ে ন্যাটো নেতাদের উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করা।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনে ‘শান্তিরক্ষী বাহিনী’ পাঠানোর বিষয়ে আলোচনা জোরদার করেছে।
বিশ্লেষকদের মতে,
🔹 ন্যাটো যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে ইউরোপে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা বহুগুণ বেড়ে যাবে।
🔹 এটি রাশিয়া-ন্যাটো যুদ্ধের পথ সুগম করতে পারে, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।
📌 সূত্র: তাস
মন্তব্য করুন