সম্পদের হিসাব দাখিল না করার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিচারপতি সহিদুল করিমের একক হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হাসান।
উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে মাহমুদুর রহমান তার সম্পদের বিবরণী দাখিল না করায় এই মামলা করা হয়েছিল।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০১০ সালের ১৯ এপ্রিল দুদক মাহমুদুর রহমানকে তার নিজ নামে, স্ত্রীর নামে এবং তার ওপর নির্ভরশীলদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিবরণী দাখিল করতে নোটিশ দেয়। নির্ধারিত সময়ে বিবরণী জমা না দেওয়ায় ওই বছরের ১৩ জুন দুদকের উপপরিচালক নূর আহম্মেদ গুলশান থানায় এ মামলা দায়ের করেন।
রায় ঘোষণার আগে মাহমুদুর রহমানকে কারাগার থেকে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে হাজির করা হয়। তার উপস্থিতিতে আদালত সংক্ষিপ্ত রায় পড়ে শোনান। তবে হাইকোর্টের সর্বশেষ রায়ে মাহমুদুর রহমানের কারাদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে।
মন্তব্য করুন