RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

ছবি : সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। চিঠিটি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

এর আগে, প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন।

জাতিসংঘ মহাসচিব ২৫ ফেব্রুয়ারি তার চিঠির জবাব দেন। চিঠিতে গুতেরেস লিখেছেন, “৪ ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ৭ ফেব্রুয়ারি আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান সাক্ষাতের সময় চিঠিটি আমার কাছে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই।”

গুতেরেস আরও উল্লেখ করেন, “বাংলাদেশ ও এ অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব এবং রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি নিয়ে আপনি যে উদ্বেগ প্রকাশ করেছেন, আমি তার সঙ্গে একমত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে জাতিসংঘ কাজ চালিয়ে যাবে। মিয়ানমারের সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আঞ্চলিক সংস্থা, আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত থাকবে। বিশেষ করে, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিস্থিতি তৈরি করা হবে।”

মহাসচিব আরও জানান, রাখাইনের সম্প্রদায়গুলোর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং তাদের জীবিকা নির্বাহের জন্য বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের স্থানীয় টিমগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “রাখাইন এবং সমগ্র মিয়ানমারের অভাবী মানুষের কাছে নিরাপদ, টেকসই ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছাতে সমন্বয়কে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে মিয়ানমারের জন্য জরুরি ত্রাণ এবং আবাসিক ও মানবিক সমন্বয়কারী এ.আই. অন্তর্ভুক্ত থাকবে।”

চিঠির শেষ অংশে গুতেরেস লিখেছেন, “মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন নতুন করে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে। এর মাধ্যমে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য বিস্তৃত সমাধান বিকাশে অবদান রাখার সুযোগ তৈরি হবে। সদস্য দেশগুলোর সঙ্গে পরামর্শের পর জাতিসংঘ কীভাবে সর্বোত্তম পথে বিষয়টিকে সমর্থন করতে পারে, তা নিয়ে সম্মেলনের ফলাফল ও পরিকল্পনার অপেক্ষায় আছি।”

জাতিসংঘ মহাসচিব আগামী ১৩ মার্চ ঢাকা সফর করবেন। এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করার কথা জানিয়েছেন তিনি। চিঠিতে গুতেরেস লিখেছেন, “মার্চে, পবিত্র রমজান মাসে আমার আসন্ন বাংলাদেশ সফরে এই আলোচনা আরও এগিয়ে নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে হতে পারে ঘূর্ণিঝড়

‘শাপলা কলি’ প্রতীক নিতে সম্মত এনসিপি

জাতীয় সংসদ নির্বাচনের পর ইজতেমা : ধর্ম উপদেষ্টা

ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

তারকা ক্রিকেটারকে অধিনায়কের দায়িত্ব দিল নাইট রাইডার্স

সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

হাসপাতাল থেকে ফিরলেন শ্রেয়াস আইয়ার

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

কয়েক ঘণ্টার ব্যবধানে গোল করলেন রোনালদো ও তার ছেলে

লেবাননে ব্যাপক হামলা চালানোর হুমকি ইসরায়েলের

১০

পঞ্চগড়ে স্বাস্থ সহায়তা তহবিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ লাখ টাকার চেক প্রদান

১১

ডা. শফিকুর রহমান ফের জামায়াতের আমির নির্বাচিত

১২

৬০তম জন্মদিনে মুক্তি পেল শাহরুখের ‘কিং’সিনেমার টিজার

১৩

লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ

১৪

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মায়ামি

১৫

আজ ০২নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

১৬

বিয়ের দিন ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত রুপলালের মেয়ের বিয়ে আজ

১৭

অফিসের লাইট নেভানো নিয়ে তর্ক, ডাম্বেল দিয়ে পিটিয়ে হত্যা

১৮

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান

১৯

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয় জেলে আটক

২০