মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা বন্ধ হচ্ছে। তবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।
পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর থেকে এমআরপি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।
এছাড়া,
অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ মার্চ থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না।
প্রবাসী বাংলাদেশিদের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য যথাসময়ে ই-পাসপোর্ট আবেদন ও বিতরণের নতুন নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন