গুগল মেসেজ অ্যাপ এখন ভিডিও কল ফিচার নিয়ে হাজির হচ্ছে। হোয়াটসঅ্যাপ বা গুগল মিট ব্যবহার করে গুগল মেসেজ অ্যাপেও ভিডিও কল করা যাবে। খুব শিগগিরই এই নতুন ফিচারটি যুক্ত করা হবে।
সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি গুগল মেসেজ অ্যাপ ব্যবহারকারী দুজনের ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকে, তবে তারা অ্যাপটির মাধ্যমে ভিডিও কলে কথা বলতে পারবেন। গুগল মেসেজ অ্যাপের উপরের ডান পাশে একটি মেনু থাকবে, যেখানে “হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলুন” অপশনটি থাকবে। সেখানে ক্লিক করলেই ভিডিও কল করা যাবে।
বর্তমানে গুগল মেসেজ অ্যাপের মাধ্যমে শুধু দ্বিপাক্ষিক মেসেজ আদান-প্রদান করা সম্ভব, ভিডিও কল করা যায় না। তবে নতুন এই ফিচারের মাধ্যমে এখন থেকে ভিডিও কলে কথা বলা যাবে।
এছাড়া, যদি কারও মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল না থাকে, তবে তারা গুগল মিট ব্যবহার করে ভিডিও কল করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী গুগল মিট বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
অ্যাপটির কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই এই ফিচারটি চালু হবে, তবে নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি।
মন্তব্য করুন