হোয়াটসঅ্যাপে এসেছে নতুন চমক! এখন থেকে কোনো অজানা ছবি পেলে আর চিন্তা নেই—ছবিটি চেনার দায়িত্ব নেবে চ্যাটজিপিটি। শুধু তাই নয়, ভয়েস নোট পাঠিয়ে প্রশ্ন করলেও দ্রুত উত্তর দেবে এই চ্যাটবট। নতুন বছর উপলক্ষে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ফিচার।
মেটার নিজস্ব এআই চ্যাটবট হোয়াটসঅ্যাপে আগেই ছিল। তবে ওপেনএআই-এর চ্যাটজিপিটি এখন সরাসরি হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে নতুন নতুন ফিচার আসছে নিয়মিত। গত বছর জানা গিয়েছিল, চ্যাটবটকে ফোন করে কথা বলা যাবে, মেসেজও পাঠানো যাবে। এবার যুক্ত হয়েছে আরও দুটি নতুন ফিচার।
এখন থেকে হোয়াটসঅ্যাপে আসা যে কোনো ছবি চ্যাটজিপিটির মাধ্যমে বিশ্লেষণ করা যাবে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ব্যক্তিগত চ্যাটে আসা কোনো ছবি অচেনা লাগলে, সেটি চ্যাটজিপিটিকে পাঠিয়ে বিস্তারিত জানা যাবে।
কোনো প্রাকৃতিক দৃশ্য, স্থাপনা বা অজানা কোনো বস্তুর ছবি পেলে, সেটির নাম ও বিবরণ জানিয়ে দেবে চ্যাটজিপিটি।
কোনো ছবি আসল না নকল, সেটিও যাচাই করতে পারবে এআই।
ওপেনএআই আশা করছে, ভবিষ্যতে এটি মানুষের চেহারাও শনাক্ত করতে সক্ষম হবে।
হাতে লেখার সময় নেই? এখন ভয়েস নোট পাঠিয়েও প্রশ্ন করা যাবে।
আপনি যে ভাষায় কথা বলুন না কেন, চ্যাটজিপিটি আপনার ভয়েস নোট বুঝে উত্তর দেবে।
কোনো বার্তা বুঝতে সমস্যা হলে ভয়েস নোট পাঠালে সহজ ভাষায় বুঝিয়ে দেবে।
চাইলে ভয়েস নোটের উত্তর টেক্সটেও লিখে দেবে চ্যাটবট।
হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহারের জন্য নির্দিষ্ট একটি নম্বর দেওয়া হয়েছে— ১-১৮০০-২৪২-৮৪৭৮।
প্রথমে এই নম্বরটি ফোনে সেভ করতে হবে।
এরপর হোয়াটসঅ্যাপে গিয়ে নম্বরটি খুললেই একটি চেক-বক্স আসবে, সেখানে ক্লিক করলেই চ্যাটজিপিটি চালু হয়ে যাবে।
এরপর ছবি পাঠানো, ভয়েস নোট পাঠানো বা চ্যাট করা যাবে।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই সুবিধা পাওয়া যাবে, কোনো সাবস্ক্রিপশন লাগবে না— এটি সম্পূর্ণ বিনামূল্যে।
নতুন বছরের এই নতুন ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপের অভিজ্ঞতা আরও স্মার্ট ও সহজ হতে চলেছে!
মন্তব্য করুন