দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর সদর ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক দিনাজপুর পৌরসভার ৩বারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করার লক্ষে গতকাল বুধবার দিনাজপুর শহরে জেলা ও পৌর শ্রমিক দল গণসংযোগ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুস্তাকিম, সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রোস্তম আলী, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক মোঃ নুর আলম, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার হোসেন, সহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন মিন্টু, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল খান দুলাল, সহ-সাধারন সম্পাদক লিটন, ১১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি দেলোয়ার ইসলাম লাইজু, শ্রমিক দল নেতা শাহীন পারভেজ সহ জেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড শ্রমিক দলের নেতাকর্মীরা।
শহরের কালুর মোড়, বাস টার্মিনাল, কলেজ মোড় এলাকায় ধানের শীষের গণসংযোগকালে বক্তারা বলেন, ধানের শীষে ভোট দিলে বিএনপি সরকার গঠন করলে দেশ ও দেশের মানুষ শান্তিতে থাকবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এ দেশের মানুষের উন্নয়ন ঘটবে। দেশে সকল ক্ষেত্রেই উন্নয়ন ঘটবে। শিল্পাঞ্চল গড়ে উঠবে। বেকারত্ব দুর হবে। দেশে সকল প্রকার দুর্ণীতি ও মাদকমুক্ত দেশ গড়বে তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নতী হবে।
মন্তব্য করুন