আরসিটিভি ডেস্ক 

দিনাজপুর-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ নিরাপত্তাহীনতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) হিলিতে এবং বুধবার (২৮ জানুয়ারি) দিনাজপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ শুভ বলেন, নির্বাচনী প্রার্থী হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের হলেও বাস্তবে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার অভিযোগ, স্থানীয় কিছু নেতাকর্মীর কাছ থেকে তিনি বিভিন্ন সময় হুমকি-ধমকি পেয়েছেন, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, প্রচারণা শুরুর দিন নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করতে গেলে একটি দলের নেতা তার লোকজনের ওপর হামলা চালান। পরে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় তিনি রক্ষা পান। বিষয়টি প্রশাসনকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
শাহনেওয়াজ শুভ আরও বলেন, প্রতীক পাওয়ার পর ২১ জানুয়ারি তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনী পরিচালনা সংক্রান্ত ম্যানুয়াল বই চাইলে তা সরবরাহ করা হয়নি। এছাড়া ২২ জানুয়ারি বিরামপুরে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার জমি দখলের চেষ্টা চলছে এ বিষয়ে এসপি, ওসি ও এসিল্যান্ডসহ সংশ্লিষ্টদের জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
নিজের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রের লাইসেন্সের আবেদন করলেও সেটিও এখনো অনুমোদন করা হয়নি বলে জানান তিনি।
এসব ঘটনার প্রেক্ষাপটে প্রশাসনের ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করে শাহনেওয়াজ শুভ বলেন, যে রিটার্নিং কর্মকর্তা একটি প্রয়োজনীয় বই দিতে পারেন না, নিরাপত্তার আবেদনেও সাড়া দেন না, তার তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমি মনে করি না।
সব মিলিয়ে ব্যক্তিগত নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগের কারণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
মন্তব্য করুন