স্পোর্টস ডেস্ক 

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে গত বছর ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। এক বছরের কিছু বেশি সময়ের জন্য করা সেই চুক্তি শেষ হওয়ার আগেই তার সঙ্গে নতুন করে চুক্তি নবায়নের পথে হাঁটছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে থাকবেন আনচেলত্তি। ইতোমধ্যে এ বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছে সিবিএফ ও আনচেলত্তি, এমন তথ্য সামাজিক মাধ্যমে জানিয়েছেন ফুটবল দলবদলের নির্ভরযোগ্য সূত্র হিসেবে পরিচিত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রোমানো জানান, ব্রাজিল দলের ওপর আনচেলত্তির প্রভাব নিয়ে দারুণ সন্তুষ্ট সেলেসাও বোর্ড। তার কোচিংয়ে দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা দেখে নতুন চুক্তি করতে আগ্রহী তারা। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সূত্র অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে নতুন চুক্তিতে সই করবেন আনচেলত্তি। এতে ব্রাজিলের সঙ্গে তার আরও একটি পূর্ণ বিশ্বকাপ চক্র নিশ্চিত হবে। বর্তমানে চুক্তির বিভিন্ন ধারা পর্যালোচনা করছে সিবিএফের আইনি বিভাগ।
নতুন চুক্তিতেও আগের শর্তগুলোই বহাল থাকবে বলে জানা গেছে। আনচেলত্তির বার্ষিক বেতন ধরা হয়েছে ১ কোটি ইউরো। পাশাপাশি পারফরম্যান্সভিত্তিক বোনাস কাঠামোয় কিছু সমন্বয় আনা হতে পারে।
ছুটি শেষে আগামী শুক্রবার রিও ডি জেনেইরোতে ফিরছেন আনচেলত্তি। বর্তমান কাজের কাঠামো নিয়েও সন্তুষ্ট এই অভিজ্ঞ কোচ। কানাডা ও ব্রাজিল দুই জায়গায় সময় ভাগ করে কাজ করার সুযোগ থাকায় আলোচনাকে তিনি স্বাভাবিক ও পারস্পরিক সম্মতিপূর্ণ বলে উল্লেখ করেছেন।
তার অধীনে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল শিবিরে প্রত্যাশা অনেক বেড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জুন-জুলাইয়ের সেই বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
মন্তব্য করুন