আরসিটিভি ডেস্ক 

দিনাজপুরের কোতয়ালী থানার চেহেল গাজী ইউনিয়নে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-১৩ এর একটি অভিযানিক দল।
রোববার (১৮ জানুযারী) ভোররাত ৫টা ৩০ মিনিটে চেহেল গাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর শিক্ষাবোর্ড সাকিনস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর-এর মেইন গেটের সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগ থেকে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন এবং ০৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র্যাব-১৩।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এর প্রেস ব্রিফিং এ এই তথ্য জানানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন