আরসিটিভি ডেস্ক 

চট্টগ্রাম–রাঙামাটি সড়কের বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কাউখালী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত অটোরিকশা চালকের নাম হাসান মিয়া (২২)। তার বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। বাড়ি বরিশালের লালমোহন এলাকায়।
তিনি রাঙামাটি থেকে কাঁচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। আহত যাত্রীর নাম গিয়াস উদ্দিন; বাবার নাম আব্দুল কাদের। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃষ্ণপুরে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধ বহনকারী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম–১৪–১৩৭০) দ্রুতগতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার (চট্টগ্রাম-থ–১২–৮৩৬৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মুহূর্তেই সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক হাসান ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাউজান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত গিয়াস উদ্দিন বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন।
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি পুলিশ জব্দ করেছে। তবে কাভার্ডভ্যান চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন