
সরকারি মাধ্যমিক শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ৫ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বাসমাশিস নেতৃবৃন্দ জেলা প্রশাসক আফিয়া আখতারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা দাবির স্মারকলিপি প্রদান করেন।
তাদের দাবিসমূহ হলো, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সহকারী শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীতকরণ ও পদোন্নতির সুযোগ নিশ্চিতকরণ,
আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনর্বহাল, শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদায়ন এবং বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়ন।
মানববন্ধননে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষায় এ দাবিগুলো বাস্তবায়ন জরুরি। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণে বিলম্ব হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
কর্মসূচিতে রাজশাহী অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রশিদ, স্কুল পরিদর্শক আব্দুর রব সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব, রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক মো. শহীদুল্লাহ এবং মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ শাহ নেওয়াজ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।