রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিক্ষার্থী নীরব রায় উৎসের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ৪১ ঘণ্টা পর আজ সোমবার (২৫ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল লাশটি উদ্ধার করে।
নীরব রায় উৎস (১৮) নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে। তিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে নীরবসহ সাত বন্ধু বেড়াতে যান দ্বিতীয় তিস্তা সেতু এলাকায়। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে সবার অগোচরে উৎস তার দুই বন্ধুকে নিয়ে হঠাৎ নদীতে ঝাঁপ দেন।
এরপর সাঁতরে তীরে উঠতে সক্ষম হন দুই বন্ধু। তবে নীরব পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন। এ সময় বন্ধুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল রাতেই উদ্ধার অভিযান শুরু করে।
সোমবার সকালে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় উৎসের লাশ ভেসে ওঠে। ঘটনাস্থলটি সেতু থেকে প্রায় আট কিলোমিটার দূরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করে।
এদিকে, নীরব রায় উৎসের অকাল মৃত্যুতে পরিবারে মাতম চলছে। নীরবের মা ছেলেকে একনজর দেখতে ছুটে আসেন নদীতীরে।
মন্তব্য করুন