আড়াইশো বছরেরও বেশি সময় ধরে চলে আসা রাজ প্রথা অনুযায়ী আজ শুক্রবার শ্রী শ্রী কান্তজীউ রাধা-কৃষ্ণের যুগল বিগ্রহ নৌপথে কান্তনগর মন্দির থেকে দিনাজপুর রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ৭টায় পূজা অর্জনা ও ভক্তদের কীর্তন সহকারে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ ( রাধা-কৃষ্ণ প্রতিমা) দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর মন্দির হতে ঢেপা নদী পথে যাত্রা শুর করে। এ সময় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ফল-ফলাদি নিয়ে নদীর দু’তীরে অবস্থান নেয়।
তারা এসব ফল-ফলাদি কান্তজী বিগ্রহকে উৎসর্গ করে। প্রায় ২৫ টি নৌকার বহর নিয়ে কান্তজী বিগ্রহটি ৮ ঘন্টা যাত্রা শেষে সন্ধ্যায় দিনাজপুরের শহরে রাজাপারা ঘাটে পৌঁছাবে । ভক্ত ও পূর্ণার্থীরা জানান, মনের বাসনা পুরন করতে এবং তাদের পরিবারের মঙ্গল কামনায় প্রতিবছর তারা এখানে আসে।
দিনাজপুরের রাজ পরিবারের সময় থেকেই এই আচারটি প্রচলিত হয়ে আসেছ। প্রতি বছর নির্দিষ্ট তিথিতে কান্তজীউ রাধা-কৃষ্ণের যুগল বিগ্রহ রাজবাড়িতে নিয়ে গিয়ে বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয়।
রাজ পরিবারের প্রথা আছে কান্তজীউ বিগ্রহ দিনাজপুর শহরের রাজবাটী কালিয়াজীউ মন্দিরে থাকবে তিন মাস এবং কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে থাকবে ৯ মাস।
মন্তব্য করুন