RCTV Logo রাজশাহী ব্যুরো
২৮ জুলাই ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

ভরা আমনের মৌসুমে চলছে ডিলারদের সার সিন্ডিকেট, রাজশাহীতে নির্ধারিত দামে মিলছে না সার

ছবিঃ আরসিটিভি

রাজশাহীতে এখন ভরা আমনের মৌসুম চলছে। কৃষকরা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন।

কিন্ত মৌসুমের শুরুতে নির্ধারিত দামে মিলছে কোনো সার। কৃষকদের অভিযোগ, ডিলাররা সিন্ডিকেট করে আগাম সার মজুত করায় রাজশাহীর বিভিন্ন এলাকায় চলছে সার সংকট। পাশাপাশি মাছ চাষিরাও বিপুল পরিমাণ সার কিনে পুকুরে দিচ্ছেন। আবার সার বিভিন্ন উপজেলায় পাচারও করা হচ্ছে বলে অভিযোগ আছে তাদের।

বরেন্দ্র এলাকার কৃষকরা আমনের জমি তৈরির কাজ চলছে। অল্প কিছুদিনের মধ্যে রোপণ করা হবে আমন। জমি তৈরির সময় ইউরিয়া টিএসপি, ডিএপি ও এমওপি সারের প্রয়োজন হচ্ছে। বিশেষ করে তানোর, গোদাগাড়ী, পবা, মোহনপুর, দুর্গাপুর, বাগমারা ও পুঠিয়ায় ইউরিয়া ও নন-ইউরিয়া সারের চাহিদা সবচেয়ে বেশি। আবার আমনের জমি তৈরিতেও ইউরিয়া ও নন-ইউরিয়া সারের ব্যাপক চাহিদা রয়েছে। তবে ভর্তুকির এসব সার শুধু কৃষকের কাছে বিক্রির নির্দেশ থাকলেও সরকারি নিয়ম ডিলার ও উপ-ডিলাররা মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া যথাযথ মনিটরিং না হওয়ায় এক এলাকার সার আরেক এলাকায় পাচার হয়ে যাচ্ছে।

জানা গেছে, ৫০ কেজির এক বস্তা টিএসপির সরকারি দাম এক হাজার ৩৫০ টাকা হলেও রাজশাহীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ থেকে ৭০০ টাকা। একইভাবে এক হাজার ৫০ টাকা বস্তার ডিএপি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে ৩০০ টাকা। এক হাজার ৩৫০ টাকা বস্তার ইউরিয়া বিক্রি হচ্ছে এক হাজার ৪৫০ থেকে ৫০০ টাকায় এবং এক হাজার টাকা বস্তার এমওপি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা। ডিলারদের কাছে সার না পেয়ে কৃষকরা খোলাবাজার থেকে এসব সরকারি সার চড়ামূল্যে কিনছেন।

এদিকে সরকারি নির্ধারিত দামে সার না পাওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গোদাগাড়ী উপজেলার কৃষকরা। তারা গত বৃহস্পতিবার ডিলারের লাইসেন্স বাতিলের দাবি জানান। সমাবেশে তারা বলেন, বিসিআইসির ডিলার তাদের সরকার নির্ধারিত দামে সার দেন না। বেশি টাকা দিলে সার দেন, তা না হলে ফিরিয়ে দেন। আটকে রাখা সার তিনি পাচার করে দেন অন্য উপজেলায়।

পবা উপজেলার আলিমগঞ্জের কৃষক মোক্তার আলম জানান, ইউরিয়া সার ৩০ টাকা কেজি দরে কিনেছেন তিনি। ইউরিয়া সার ১ হাজার ৬০০ টাকা বস্তা বিক্রি হচ্ছে। আর টিএসপি সার বিক্রি হচ্ছে ১৩০০০ টাকা বস্তা। অন্য বছরের তুলনায় খুচরা পর্যায়ে এবার সারের দাম বেশি নেওয়া হচ্ছে।

এদিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার প্রতি কেজি ইউরিয়াতে ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা এবং এমওপিতে ৪০ টাকা ভর্তুকি দিয়ে আসছে। কিন্তু মনিটরিংয়ের অভাবে চড়া দামেই কিনতে হচ্ছে। অভিযোগ উঠেছে, অসাধু ডিলাররা বাফার থেকে সার উত্তোলন করে নিজ এলাকায় না নিয়ে চাহিদা বেশি আছে সেসব এলাকায় পাচার করছেন। বিশেষ করে টিএসপি ও ডিএপি সার পেতে কৃষকদের হয়রানি হতে হচ্ছে।

চারঘাট উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান বলেন, সরকার নির্ধারিত সারের দাম বেশি নেওয়ার সুযোগ নেই। প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। কোন অনিয়ম পেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও গেল বুধবার উপজেলা নির্বাহী অফিসার সার পাচারের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন।

রাজশাহী সার ও বীজ মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, গুদাম থেকে সার উত্তোলনের পর ডিলার নিজ নিজ গুদামে নিয়ে যাবেন। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা যৌথভাবে গুদাম পরিদর্শন ও নথিপত্র যাচাই করবেন। সবকিছু ঠিক থাকলে মনিটরিং কমিটি সারের বস্তার ওপর ‘ভর্তুকির সার’ লিখে দেবেন। সার বিক্রির সময় ডিলার ক্রেতা বা কৃষককে রশিদ দেবেন এবং কৃষকের ফোন নম্বর লিখে রাখবেন বিক্রি রেজিস্টারে। কিন্তু রাজশাহীতে এ নির্দেশনা ডিলাররা যেমন মানছেন না তেমনি মনিটরিং কমিটিও সরকারি নির্দেশনা কার্যকরে তৎপর নয়।

এছাড়া সার বিতরণ নীতিমালায় কৃষি খাত ছাড়া অন্য কোনো প্রয়োজনে সার বিক্রি করা যাবে না। কিন্তু রাজশাহীতে মাছ চাষিরা প্রতি মৌসুমে বিপুল পরিমাণ সার ব্যবহার করে মাছ চাষ করছেন। কৃষকরা বলছেন, রাজশাহীতে সারের দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে কৃষকরা সার সংকটে পড়ছেন।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক উম্মে ছালমা বলেন, রাজশাহীতে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কোথাও সার সংকট নেই। যথাযথভাবে সার উত্তোলন ও মজুত মনিটরিং করা হচ্ছে।এই বিষয়ে মনিটরিং করা হচ্ছে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজদের ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার : নাহিদ ইসলাম

বেকার ছেলেকে বিয়ে করে আজীবন খাওয়াতে চান তানিয়া

তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে

রাজশাহী পবায় ঋণের দায়ে চার মৃত্যু, আবারও ধার করে চল্লিশা আয়োজন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে গণ অধিকার পরিষদ : রাশেদ খান

ভরা আমন মৌসুমে কুড়িগ্রামে সার সংকট, অতিরিক্ত দামে কিনতে বাধ্য কৃষকরা

শহীদ রফিক হত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার

লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ, সরকার পতনের আহ্বান ইলন মাস্কের

জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

গাজা সিটিতে জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা

১০

মুখোমুখি ভারত-পাকিস্তান: আবেগ, রাজনীতি আর ক্রিকেটের অঘোষিত মহাযুদ্ধ

১১

রাজশাহী কলেজে ছাত্র সংসদ নির্বাচন চায় শিক্ষার্থীরা

১২

সড়কে ভয়াবহ ভাঙন, ১৫ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

১৩

রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠেছে ফুটপাতের ছুটির দিনের বাজার

১৪

প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, হাতেনাতে ধরলেন উপদেষ্টা

১৫

ছেলের ঘর তালাবদ্ধ, ভাঙা ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন বৃদ্ধা মা

১৬

লেজুড়বৃত্তিক শিক্ষক-ছাত্ররাজনীতির মাসুল আমাদের দিতে হচ্ছে : বদিউল আলম

১৭

শিবিরের ডাকসু জয়ের কৌশল জানালেন রুমিন ফারহানা

১৮

প্রেমের টানে ভারতীয় তরুণী লালমনিরহাটে, প্রেমিক গ্রহণ না করায়, পতাকা বৈঠকে ভারতে ফিরল

১৯

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

২০