স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের পেশ করা এ-সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার চালু করেছিল।
মন্তব্য করুন