ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকা-ফরিদপুর-খুলনা মহাসড়কের শকরিকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার সাধন কুমার দাসের ছেলে বাঁধন কুমার দাস (২৮) এবং তার শ্যালক ফরিদপুর মহাবিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত দাস (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শকরিকান্দি এলাকায় অস্থায়ী চেকপোস্টে সিগন্যাল দিয়ে ফরিদপুরগামী একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে পুলিশ। ওই সময় মাগুরা থেকে আসা ফরিদপুরগামী মুক্তা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন